অসুস্থতার কারণে আদালতে হাজির হননি খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হচ্ছে না।
আজ বুধবার সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় খালেদা জিয়াকে আদালতে আনা হচ্ছে না।

এদিকে আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য আছে।

আজ এ মামলার নিরাপত্তার কারণে আশপাশের দোকানপাট থেকে শুরু করে রাস্তাগুলোতেও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানিয়েছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

আজ এ মামলার শুনানি মুলতবি করে আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
কালেক্ট : Ntv

No comments

Powered by Blogger.