অনলাইন থেকে প্রতি মাসে ৫০০০-১০০০০ টাকা ইনকাম করুন।

অফলাইন হোক আর অনলাইন হোক, যদি কষ্ট করে সময় দিয়ে কাজ করেন তাহলে ইনকামকরতে পারবেন। 2captcha.com ২০১৪ সাল থেকে পেমেন্ট দিয়ে আসছে।

২captcha এর কাজ কি?
2captcha এর কাজ হল ক্যাপচা পূরণ করা। ২০০০ ক্যাপচা পূরণ করলে ১$ দেয়। এই কাজটি আপনি মোবাইল দিয়ে ও করতে পারবেন পিসি দিয়ে ও করতে পারবেন। আপনি চাইলে ডেইলি ৫ হাজার ক্যাপচা ও পূরণ করতে পারেন সেইটি আপনার কাজের উপর নির্ভর। যত ক্যাপচা পূরণ করবেন তত ইনকাম হবে। কাজটি করতে বিরক্ত লাগবে। কিন্তু, এইটার লাভ হল এইখানে কষ্ট করবেন টাকা পাবেন। কাজের কোন নির্দিষ্ট টাইম নাই ও ডেইলি কত ক্যপচা পূরণ করতে হবে তার কোন বাধ্যবাধকতা নেই। যখন খুশি যত খুশি ক্যাপচা পূরণ করতে পারবেন।

যেভাবে 2captcha থেকে ইনকাম করবেনঃ
2captcha থেকে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে 2captch তে একাউন্ট খুলতে হবে। 2captcha তে একাউন্ট করার জন্য নিচের লিঙ্কে যান। নিচের লিঙ্কটা আমার রেফারেল লিঙ্ক। 


উপরের লিঙ্কে ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।
এইখান থেকে Register লেখাটির উপর ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।
2captcha
এইখানে E-mail এর জায়গায় আপনার ইমেইল দেন। Password এর জায়গায় পাসওয়ার্ড দেন। Password recovery এর জায়গায়, প্রথমে যে পাসওয়ার্ডটি দিছেন ঐটা পুনরায় দেন। এরপর উপরে ছবিতে What Come দেখা যাচ্ছে এইটিকে বলা হয় ক্যাপচা। ক্যাপচাটি আপনাকে নিচে বসাতে হবে। এইখানে এক এক সময় এক এক রকম ক্যপচা আসবে। আপনাদের বেলায় যেটি আসে ঐটি নিচের সাদা বক্সটিতে বসিয়ে Register এ ক্লিক করবেন

বেশ! আপনার একাউন্ট খুলা হয়ে গেল। একাউন্ট খোলার পর ই-মেইল কনফারমেশন চাইলে আপনার ইমেইলে 2captcha থেকে একটি মেসেজ যাবে। ঐ মেসে্জে একটা লিঙ্ক যাবে। ঐ লিঙ্কে ক্লিক করলে আপনার একাউন্ট চালো হয় যাবে।

বিঃদ্রঃ আপনাদের সামনে যদি Worker আর Customer নামে কোন অপশন আসে আপনারা Worker অপশনে ক্লিক করবেন।

যাই হোক, একাউন্ট খোলার পর ওরা আপনাকে ৪০টি ক্যাপচা দিয়ে পরিক্ষা করবে। ৪০টি ক্যাপচা ভালো করে পূরণ করবেন। ভুল হলে কোন সমস্যা নেই ওরা আপনাকে নিচে কি লিখতে হবে ঐটি ভুল হওয়ার পর লিখে দিবে। এইভাবে ৪০টি ক্যাপচা পূরন করার পর আপনারা নিচের Start অপশনে ক্লিক করবেন। নিচের ছবি দেখে বুজে নিন।
ইনকাম
Start এ ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।
2captcha থেকে ইনকাম
এইখানে Star এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজ করার পালা! এখন এইখানে যা ক্যপচা আসবে পূরণ করে Send(Enter) অপশনে ক্লিক করুন। এইভাবে ক্যপচা পূরণ করে ইনকাম করুন।

মিনিমাম $1 হলে Payza এর মাধ্যেমে টাকা তুলতে পারবেন। 

No comments

Powered by Blogger.