তামিম খেললে বাদ পড়বেন মাশরাফি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে ঘিরে নিজেদের মতো দল সাজাচ্ছে দলগুলো। ঢাকা ডাইনামাইটস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ইতোমধ্যে দল গুছানো শুরু করে দিয়েছে। দল সাজানোর দৌড়ে এগিয়ে রয়েছে ঢাকা ডাইনামাইটস। বিপিএলের জন্য বেশ নামীদামী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ঢাকা।
গত আসরের মতো এবারের আসরেও ঢাকা ডাইনামাইটসের আইকন ক্রিকেটার হিসেবে থাকার সম্ভবনা বেশি সাকিব আল হাসানের। খুলনা টাইটানসের আইকন ক্রিকেটার থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদই। তবে পরিবর্তন হতে পারে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইকন ক্রিকেটার।
এবারের আসরে কুমিল্লার হয়ে খেলতে পারেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে আইকন ক্রিকেটার হিসেবে তামিম কুমিল্লায় খেললে বাদ পড়তে পারেন মাশরাফি মর্তুজা।
২০১৫ সালে বিপিএলের চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের পেছনে বড় অবদান রেখেছিলেন অধিনায়ক মাশরাফি। তবে গত আসরে সাফল্যের দেখা পায়নি কুমিল্লা।

No comments

Powered by Blogger.