মাশরাফিকে 'সেরা বাঙ্গালি'র সম্মাননা দিচ্ছে আনন্দবাজার




মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেটকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন তিনি। গত কয়েক বছরে বিশ্বক্রিকেটে বাংলাদেশ যে অবস্থান গড়েছে তাতে অনেকটাই অবদান এই অধিনায়কের। ক্রীড়াজগতে এই অবদানের জন্যই সম্মান পেতে যাচ্ছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাঙ্গালি ব্যক্তিবর্গকে প্রতি বছরই সম্মাননা জানিয়ে পুরস্কৃত করে কলকাতার জনপ্রিয় আনন্দবাজার পত্রিকা। আর এবার প্রথমবারের মতো ক্রীড়াজগত থেকে সেরা বাঙ্গালির পুরস্কার পেতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।
শনিবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কীর্তিমানদের হাতে আনন্দবাজারের পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হবে এই পুরস্কার।
সেখানে যোগ দিতে আজ শুক্রবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মাশরাফি। সাথে থাকবেন তার পরিবার।
কাল 'আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭'র পুরস্কার গ্রহণের পর পরিবারের সাথে কয়েকটা দিন ভারতে কাটাবেন তিনি। আগামী সপ্তাহের মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।
এ সম্মাননা নিয়ে মাশরাফির অনুভূতি, 'প্রতিটি পুরস্কার এবং স্বীকৃতি আমার জন্য বিশেষ কিছু। আর সেটা যদি হয় 'সেরা বাঙ্গালি'র পুরস্কার, তাও আবার ভারতের একটি পত্রিকা থেকে- সেটা তো অবশ্যই অসাধারণ কিছু। আমি সেই পুরস্কার গ্রহণের অপেক্ষায় আছি।'

No comments

Powered by Blogger.