ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচের সর্বশেষ স্কোর ও তথ্য জানা জানা যাবে এখানে—
* সাব্বির বোল্ড। এই ম্যাচেও ব্যর্থ এই টপ অর্ডার ব্যাটসম্যান। সাব্বির গত ম্যাচে করেন ০, আজ ১।
* সৌম্যর ফিফটি। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিলেন বাঁহাতি ওপেনার। সৌম্য অপরাজিত ৫০ রানে।
* তামিম আউট! ধীর-লয়েই এগোচ্ছিলেন বাঁহাতি ওপেনার। জিমি নিশামের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে মানরোর ক্যাচ হওয়ার আগে তামিমের রান ২৩।
* তামিম অপরাজিত ১৬ রানে আর সৌম্য উইকেটে আছেন ৩৫ রানে।
* বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল-সৌম্য সরকার। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে এসেছে ১১ ওভারে ৫২ রান।
* এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিরেছেন দলে। একাদশের বাইরে তাসকিন আহমেদ।
* বৃষ্টির পূর্বাভাস থাকলেও টসের সময় ডাবলিনের আকাশে ঝকঝকে রোদই দেখা গেছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
* সৌম্যর ফিফটি। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিলেন বাঁহাতি ওপেনার। সৌম্য অপরাজিত ৫০ রানে।
* তামিম আউট! ধীর-লয়েই এগোচ্ছিলেন বাঁহাতি ওপেনার। জিমি নিশামের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে মানরোর ক্যাচ হওয়ার আগে তামিমের রান ২৩।
* তামিম অপরাজিত ১৬ রানে আর সৌম্য উইকেটে আছেন ৩৫ রানে।
* বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল-সৌম্য সরকার। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে এসেছে ১১ ওভারে ৫২ রান।
* এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিরেছেন দলে। একাদশের বাইরে তাসকিন আহমেদ।
* বৃষ্টির পূর্বাভাস থাকলেও টসের সময় ডাবলিনের আকাশে ঝকঝকে রোদই দেখা গেছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
No comments